• GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide
Principal

এস, এম আব্দুল্লাহ আল ফুয়াদ

অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ

Biography

স্বাগতকথন :

জামালপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র বেসরকারি কলেজ হিসেবে ১৯৮১ সালের ১ জুলাই উচ্চ মাধ্যমিক শ্রেণির মানবিক ও বিজ্ঞান শাখা নিয়ে কলেজটির যাত্রা শুরু হয়। পরবর্তিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হয় । ১৯৯৬ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে কম্পিউটার অপারেশন ও সেক্রেটারিয়েল সাইন্স এ দুটো ট্রেড নিয়ে উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম)চালু হয়।  ঐতিহ্যবাহী এই কলেজটি প্রতিষ্ঠার শুরু থেকে সাফল্যের সাথে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহপাঠ কার্যক্রম (রোভার স্কাউট,রোভার রেন্জ,রেডক্রিসেন্ট ইউনিট,ডিবেট ক্লাব,খেলাধুলা ) পরিচালনা করে আসছে। অত্র কলেজটি ২০১০সালে  স্নাতক (পাস ) কোর্সে বিবিএস ও  ২০১৪ সালে স্নাতক(পাস) কোর্সে  বিএ ,বিএসএস  এবং ২০১৬সালে স্নাতক-(সম্মান) কোর্সে (রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়) এ উন্নীত করা হয়েছে।

কলেজের উচ্চ মাধ্যমিক (সাধারণ) এবং উচ্চ মাধ্যমিক (বিজনেজ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি-বি.এম.টি) শাখার ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ , নৈতিক মূল্যবোধ , খেলাধুলাকে উৎসাহিত করার মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা তৈরি করা, জ্ঞানভিত্তিক চর্চার বিকাশে সৃজনশীল পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিতকল্পে কলেজ শিক্ষা পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষক এবং শিক্ষার্থীদের ভাষাগত পারদর্শিতা বিষয়ক ল্যাংগুয়েজ ডেভলোপমেন্ট প্রোগ্রাম,ইনহাউস ট্রেনিং, , আইসিটিতে দক্ষত উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা শিক্ষার মানউন্নয়নে কার্যকরি ভূমিকা রাখবে বলে আমি মনে করি।এছাড়া শিক্ষার্থীদের বাংসরিক গাইড লাইন হিসাবে একাডেমিক কেয়ার প্রনয়ণ করা হয়েছে - যা সময়ের পরিক্রমায় নিয়মিত সংযোজন ও বিয়োজনের মাধ্যমে  পরিমার্জন করা হচ্ছে।আমি মনে  করি অধ্যায়ণরত প্রতিটি ছাত্রছাত্রী পড়ালেখার মানউন্নয়নে  একাডেমিক কেয়ার প্রনীত নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে অনুশীলন করলে মেধাবিকাশের সাথে সাথে সন্তোষজনক ফলাফল লাভ করতে সক্ষম হবে। সময়ের পরিক্রমায় আধুনিক,স্মার্ট ও তারুণ্যের বাংলাদেশ এখন বাস্তবতা। শিক্ষা ব্যাবস্থার আধুনিকায়নের মাধ্যমে  আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।" তথ্যই শক্তি" - এই বিষয়টির প্রতি নজরে রেখে অত্র কলেজের  ওয়েবসাইট প্রতিনিয়ত তথ্যসেবা দিয়ে যাচ্ছে ।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সহিত যথাযথ ও কার্যকরি সম্পর্ক উন্নয়ন ও সমন্বয়ের  মাধ্যমে একটি সুন্দর, সাবলীল ও কার্যকরি শিক্ষা পরিবেশ গড়ে তোলা সম্ভব ।আর আমরা প্রতিনিয়ত সেই চেষ্টাই করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টার অংশিদার হতে -আপনাকে স্বাগত ও আমন্ত্রণ জানাচ্ছি।

এস, এম আব্দুল্লাহ আল ফুয়াদ 

অধ্যক্ষ 

শহীদ জিয়াউর রহমান  কলেজ

জামালপুর।