• GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide

প্রাতিষ্ঠানিক কাঠামো

শিক্ষা ব্যবস্থাপনা:

শিক্ষা মন্ত্রণালয় এর  অধীন দপ্তর/সংস্থাসমূহ বাংলাদেশে শিক্ষা সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করে থাকে।

শিক্ষার বিভিন্ন ধারা:

 উচ্চ মাধ্যমিক সাধারণ ও কারিগরি এই দুইটি  ধারায় পরিচালিত। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পর্যায়ে পাস কোর্স (বি.এ/বি.এস.এস/বি.বি.এস) ও স্নাতক পর্যায়ে (রাষ্ট্রবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান ) কোর্স দু'টি চলমান রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়:

শিক্ষা মন্ত্রণালয়ের আওতায়  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা সংক্রান্ত নীতি, কর্মপরিকল্পনা ও কর্মসূচি (প্রাথমিক শিক্ষা স্তর পরবর্তী উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), প্রণয়ন, পরিকল্পনা, বাস্তবায়ন, পরিবীক্ষন ও মূল্যায়ন করে থাকে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পরিচালনা ও পরিদর্শন কার্যাদি সম্পন্ন করে থাকে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর:

অধিদপ্তর প্রধান মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং বিশেষ শ্রেণির শিক্ষার প্রশাসনিক, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ করে থাকেন। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে স্থানীয় অফিস এ বিষয়ে সহায়তা করে থাকে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি):

 প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুসত্মকের কারিক্যুলাম উন্নয়ন, প্রকাশনা ও বিতরনের দায়িত্ব পালন করে থাকে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস):

এই প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের এবং পর্যায়ের শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ করে থাকে। শিক্ষা মন্ত্রণালয়ের এই সংস্থা শিক্ষা তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণ এবং প্রকাশ করে থাকে এবং মন্ত্রণালয়ের ইএমআইএস অংগ হিসেবে কাজ করে। এছাড়া আরআইএনএসএসিএ এর সমন্বয়ক হিসেবেও কাজ করে।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ):

এই প্রতিষ্ঠানের প্রধান পরিচালক এবং ইহা মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা উন্নয়নের নিমিত্ত পরিদর্শন ও নিরীক্ষার দায়িত্ব পালন করে থাকে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি):

এই প্রতিষ্ঠান পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি এবং তত্ত্ববাধনের দায়িত্ব পালন করে থাকে।

শিক্ষা বোর্ড:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ময়মনসিংহ  এইচ.এস.সি. পর্যায়ের পাবলিক পরীক্ষা অনুষ্ঠানের দায়িত্ব পালন করে থাকে। 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এন.টি.আর.সি..):

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উত্তীর্ণ প্রার্থী নিয়োগের লক্ষ্যে নিয়োগ পরীক্ষা পরিচালনা  করে। এন.টি.আর.সি.এ. পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যতীত বেসরকারি মাধ্যমিক ও ডিগ্রী, উচ্চতর ডিগ্রী পর্যায়ের মানসম্মত শিক্ষক নির্বাচন করে থাকে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট :

অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র, মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার নিমিত্তে দেশের সকল স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড :

এমপিওভূক্ত অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসরকালীন সময়ের সুবিধা প্রদান করে থাকে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট :

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ সুবিধা প্রদান করে থাকে।