• GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide
Principal

মোহাম্মাদ মোহসীন আলী (ভারপ্রাপ্ত)

অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ

Biography

স্বাগতকথন :

জামালপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র বেসরকারি কলেজ হিসেবে ১৯৮১ সালের ১ জুলাই উচ্চ মাধ্যমিক শ্রেণির মানবিক ও বিজ্ঞান শাখা নিয়ে কলেজটির যাত্রা শুরু হয়। পরবর্তিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হয় । ১৯৯৬ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে কম্পিউটার অপারেশন ও সেক্রেটারিয়েল সাইন্স এ দুটো ট্রেড নিয়ে উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম)চালু হয়।  ঐতিহ্যবাহী এই কলেজটি প্রতিষ্ঠার শুরু থেকে সাফল্যের সাথে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহপাঠ কার্যক্রম (রোভার স্কাউট,রোভার রেন্জ,রেডক্রিসেন্ট ইউনিট,ডিবেট ক্লাব,খেলাধুলা ) পরিচালনা করে আসছে। অত্র কলেজটি ২০১০সালে  স্নাতক (পাস ) কোর্সে বিবিএস ও  ২০১৪ সালে স্নাতক(পাস) কোর্সে  বিএ ,বিএসএস  এবং ২০১৬সালে স্নাতক-(সম্মান) কোর্সে (রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়) এ উন্নীত করা হয়েছে। অত্র কলেজের উচ্চ মাধ্যমিক (সাধারণ) এবং উচ্চ মাধ্যমিক (বিজনেজ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি-বি.এম.টি) শাখার ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ , নৈতিক মূল্যবোধ ও জ্ঞানভিত্তিক চর্চার বিকাশে সৃজনশীল পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিতকল্পে কলেজ শিক্ষা পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মান-উন্নয়ন ও সঠিক নির্দেশনার আলোকে একাডেমিক কেয়ার প্রনয়ণ করা হয়েছে - যা সময়ের পরিক্রমায় নিয়মিত সংযোজন ও বিয়োজনের মাধ্যমে  পরিমার্জন করা হচ্ছে।আমি মনে  করি অধ্যায়ণরত প্রতিটি ছাত্রছাত্রী পড়ালেখার মানউন্নয়নে  একাডেমিক কেয়ার প্রনীত নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে অনুশীলন করলে মেধাবিকাশের সাথে সাথে সন্তোষজনক ফলাফল লাভ করতে সক্ষম হবে। সময়ের পরিক্রমায় ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। শিক্ষা ব্যাবস্থার আধুনিকায়নের মাধ্যমে  আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তথ্যই শক্তি - এই বিষয়টির প্রতি নজরে রেখে অত্র কলেজের  ওয়েবসাইট প্রতিনিয়ত তথ্যসেবা দিয়ে যাচ্ছে ।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সহিত যথাযথ ও কার্যকরি সম্পর্ক উন্নয়ন ও সমন্বয়ের  মাধ্যমে একটি সুন্দর, সাবলীল ও কার্যকরি শিক্ষা পরিবেশ গড়ে তোলা সম্ভব ।আর আমরা প্রতিনিয়ত সেই চেষ্টাই করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টার অংশিদার হতে -আপনাকে স্বাগত ও আমন্ত্রণ জানাচ্ছি।

মোহাম্মদ মোহসীন আলী

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ

জামালপুর।